Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Meteorological Bulletin of Agriculture District: Gazipur
Details

আবহাওয়া ভিত্তিক কৃষি বিষয়ক বুলেটিন জেলা: গাজীপুর 




কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প

কম্পোনেন্ট সি-বিডব্লিউসিএসআরপি 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর


তারিখ : ০৬.০৮.২০২৩ বুলেটিন নং ৪৭৭

০৬.০৮.২০২৩ থেকে ১০.০৮.২০২৩ পর্যন্ত কৃষি আবহাওয়া বিষয়ক বুলেটিন

       

 

গত ৪ দিনের আবহাওয়া পরিস্থিতি ০২.০৮.২০২৩ থেকে ০৫.০৮.২০২৩ তারিখ পর্যন্ত 

আবহাওয়ার স্থিতিমাপ(প্যারামিটার)

০২.০৮.২০২৩

০৩.০৮.২০২৩

০৪.০৮.২০২৩

০৫.০৮.২০২৩

সীমা

বৃষ্টিপাত (মি.মি) 

১৯.০

৫.০

৫৫.০

৫.০

৫.০-৫৫.০ (৮৪.০)

সর্বোচ্চ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

৩০.৫

৩১.৭

৩১.৮

৩২.৮

৩০.৫-৩২.৮

সর্বনিমণ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

২৬.৫

২৬.৮

২৬.৮

২৫.৪

২৫.৪-২৬.৮

আপেক্ষিক আর্দ্রতা (শতকরা)

৮১.০-৯৪.০

৭৩.০-৯৪.০

৭৭.০-৯৮.০

৬৭.০-৯৪.০

৬৭.০-৯৮.০

বাতাসের গতিবেগ (কিমি/ ঘন্টা)

৩.৭

৩.০

১.২

২.৩

১.২-৩.৭

বাতাসের দিক

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম

মেঘের পরিমান (অক্টা)

৬.৯-৭.৯

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস ০৬.০৮.২০২৩ থেকে ১০.০৮.২০২৩ তারিখ পর্যন্ত

আবহাওয়ার স্থিতিমাপ(প্যারামিটার)

০৬.০৮.২০২৩

০৭.০৮.২০২৩

০৮.০৮.২০২৩

০৯.০৮.২০২৩

১০.০৮.২০২৩

সীমা

বৃষ্টিপাত (মি.মি) 

৩৯.৬

৯৪.৮

৪৬.৫

১৮.৪

৪৩.০

১৮.৪-৯৪.৮ (২৪২.৩)

সর্বোচ্চ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

৩১.৯

৩২.০

৩০.৬

৩৩.৩

৩৩.১

৩০.৬-৩৩.৩

সর্বনিমণ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

২৬.৯

২৬.৯

২৭.১

২৬.৮

২৬.৮

২৬.৮-২৭.১

আপেক্ষিক আর্দ্রতা (শতকরা)

৮২.৫-৯৫.৯

৮৯.৮-৯০.১

৮৬.৭-৯৩.২

৮৩.৪-৮৩.৯

৭৯.২-৮৫.৪

৭৯.২-৯৫.৯

বাতাসের গতিবেগ (কিমি/ ঘন্টা)

১৪.৮

১৪.৬

১৯.১

৬.৭

৪.৯

৪.৯-১৯.১

বাতাসের দিক

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম

মেঘের পরিমান (অক্টা)

আংশিক মেঘলা

আংশিক মেঘলা

আংশিক মেঘলা

আংশিক মেঘলা

আংশিক মেঘলা

আংশিক মেঘলা

 

 


ধান আমন

  • পর্যায়:কুশি গজানো
  • বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।
  • অতিরিক্ত পানি নিষ্কাশন করুন।
  • সেচ প্রয়োগ থেকে বিরত থাকুন।
  • জমির পানির স্তর ৫-৭ সেমি বজায় রাখুন।
  • আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে চুঙ্গি পোকা এর আক্রমণ দেখা দিতে পারে। ম্যালাথিওন ২এমএল/লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন।
  • আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে হলুদ মাজরা পোকা এর আক্রমণ দেখা দিতে পারে। কার্বোফুরান হেক্টর প্রতি ১০ কেজি প্রয়োগ করুন।
  • আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে বাদামী দাগ এর আক্রমণ দেখা দিতে পারে। সার ব্যবস্থপনা, পটাশ+থিওভিট প্রয়োগ করুন।
  • আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে গোড়া পচা এর আক্রমণ দেখা দিতে পারে। ২.৫-৩ গ্রাম/কেজি হারে কার্বোক্সিন দিয়ে বীজ শোধন করুন।
  • আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে খোল পোড়া এর আক্রমণ দেখা দিতে পারে। হেক্সাকোনাজল ১ মিলি./লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন। টেবিউকোনাজল ১ মিলি./লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন।

ধান আউশ

  • পর্যায়:পরিপক্ক থেকে কর্তন
  • ফসল সংগ্রহের ১৫ দিন আগে জমি থেকে পানি নিষ্কাশন করে ফেলুন।

সবজি

  • আগাম শীতকালীন সবজির (বাঁধাকপি, ফুলকপি, টমেটো) বীজতলায় সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন।
  • বর্ষার কারণে চারার ক্ষতি এড়াতে বীজতলায় বহনযোগ্য স্বচ্ছ পলিথিনের ছাউনি দিতে হবে। ছাউনির উচ্চতা মাঝের অংশে ৭৫ সেমি এবং উভয় পাশে ৬০ সেমি হতে হবে। এই পদ্ধতি ব্যবহারে ফলে বীজের ভাল অঙ্কুরোদগম নিশ্চিত হবে এবং বীজ বপনের ২০-২৫ দিন পরে সুস্থ চারা পাওয়া যাবে।
  • কুমড়া জাতীয় ফসল যেমন লাউ, মিষ্টি কুমড়া,শশা ইত্যাদির ক্ষেত্রে, বাঁশের মাচা তেরি করে দিতে হবে যেন ডগা গুলি মাচার উপর লতিয়ে বাড়তে পারে। জমিতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করতে হবে। সব্জি ক্ষেতে আগাছা দমনের জন্য জমিতে নিড়ানি দিতে হবে এবং মাটি দিয়ে গাছের গোড়া বেধে দিতে হবে যাতে গাছ খাড়া হয়ে থাকে ও গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকে।
  • এ সময়ে গ্রীষ্মকালীন লাউ জাতীয় ফসলে (মিষ্টি কুমড়া, লাউ, করলা, কাকরোল, পটল ইত্যাদি) ফলের মাছি পোকা, লাল কুমড়া বিটল পোকা এবং এপিলাকনা বিটল পোকার আক্রমণ হতে পারে। এই পোকা নিয়ন্ত্রণে ম্যালাথিয়ন ৫৭ ইসি @ ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে রৌদ্রজ্জ্বল দিনে জমিতে স্প্রে করুন।
  • জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে নিষ্কাশন করুন।
  • বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।
  • জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করুন।
  • সেচ প্রয়োগ থেকে বিরত থাকুন।

উদ্যান ফসল

  • প্রবল বাতাসে কলাগাছ হেলে পড়া রোধে গাছে খুঁটি দিন।
  • বর্তমান আবহাওয়া পেঁপে গাছে মিলিবাগ পোকার আক্রমণের জন্য অনুকূল। পোকার আক্রমণ রোধে ফেনিট্রোথিয়ন ৫০ইসি (সুমিথিয়ন)@১.৫মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। এছাড়াও ক্লোরপাইরিফস ২০ ইসি @ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে পিঁপড়ার বসতিতে প্রয়োগ করে পিঁপড়া দমন করা যেতে পারে।
  • আবহাওয়া অনুকূল হওয়ায় কলাগাছে সিগাটোকা রোগের আক্রমণ হতে পারে। সতর্কতা হিসাবে, সিউডোমোনাস ২০ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। মারাত্মক আক্রমণের ক্ষেত্রে ১.০ মিলি হেক্সাকোনাজল বা প্রোপিকোনাজল প্রতি লিটার পানিতে স্টিকার সহ মিশিয়ে পাতার উভয় পৃষ্ঠে স্প্রে করা যেতে পারে।
  • বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।
  • জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করুন।
  • সেচ প্রয়োগ থেকে বিরত থাকুন।

গবাদি পশু

  • গবাদি পশুকে কৃমিনাশক প্রদান করুন।
  • গবাদিপশুর পায়ে ক্ষত দেখা দিলে ক্ষতের জায়গাটি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে ধুয়ে দিন। মুখে ক্ষত দেখা দিলে খাওয়া সোডা দিয়ে মুখ ধুয়ে দিন।
  • পানিতে নিমজ্জিত মাঠে গবাদি পশুকে ঘাস খাওয়ানো যাবে না।
  • গোয়ালঘরে জীবাণুনাশক যেমন পটাশিয়াম পারম্যাংগানেট /ব্লিচিং পাউডার ব্যবহার করুন।
  • গোয়ালঘরে যেন বৃষ্টির পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখুন।
  • গবাদি পশু অপেক্ষাকৃত উঁচু জায়গায় রাখুন।
  • গবাদি পশুকে শুধুমাত্র শুকনো খাবার খাওয়ান।

হাঁসমুরগী

  • রানীক্ষেত রোগে আক্রান্ত হলে হাঁসমুরগীকে ভাতের সাথে টেট্রাসাইক্লিন পাউডার খাওয়ান।
  • শুকনো খাবার খেতে দিন এবং পরিষ্কার পানি পান করান।
  • খোয়াড়ে জীবাণুনাশক স্প্রে করে তারপর হাঁসমুরগী রাখুন।
  • হাঁসমুরগীকে কৃমিনাশক প্রদান করুন।

মৎস্য

  • মাছের রোগবালাই দেখা দিলে বা কাঙ্ক্ষিত বৃদ্ধি না হলে নিকটস্থ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করুন।
  • মাছের আংশিক আহরণ করুন এবং আহরণের ৩/৪ দিন পর আহরিত মাছের ১০% বেশি পুনরায় মজুদ করুন।
  • ১৫ দিন পর পর নমুনায়ন করে মাছের বাড়ার হার ও রোগবালাই আছে কি না-পর্যবেক্ষণ করুন।
  • মাছ ঠিকমত খাবার গ্রহণ করছে কি না পর্যবেক্ষণ করুন।
  • নিজেদের তৈরি খাবার হলে ফরমুলা অনুযায়ী আমিষসহ অন্যান্য উপাদানের শতকরা হার বজায় রাখুন।
  • প্রতিদিন নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্থানে পরিমাণমত ভালো মানের খাবার প্রয়োগ করুন।
  • মজুদ পরবর্তী সার নির্দিষ্ট হারে (প্রতি দিন প্রতি শতাংশে- ইউরিয়া ৬ গ্রাম , টিএসপি ৪ গ্রাম) প্রয়োগ করুন।
Images
Attachments
Publish Date
06/08/2023
Archieve Date
10/08/2023